তাড়াশে নসিমনের ধাক্কায় ধানকাটা শ্রমিক নিহত !
সিরাজগঞ্জের তাড়াশ -ভূইয়াগাঁতী আঞ্চলিক সড়কে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়।
বুধবার (১৩ ডিসেম্বর -২০২৩) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের করপ আলী সরকারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা:মো. মনোয়ার হোসেন।
এ ঘটনায় এলাকাবাসী নসিমনটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নিহত শফিকুল ইসলাম আজ বুধবার সকালে মাঠে ধান কেটে রাস্তার একপাশে ভ্যানে বোঝাই করছিলেন। এ সময় দ্রুতগামী নসিমন গাড়ি তাকে জোরে ধাক্কা দিলে তার মাথা থেঁতলে গুরুতর আহত হন । তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।