তাড়াশে হাজী সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়নে ১০তম হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারী ) দুপুরে ঝুরঝুরী মহিলা দাখিল মাদ্রাসা চত্বরে মীর আমেনা ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরিফুল ইসলাম লিটনের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি,তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,
তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ,তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী হোসেন,উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল তালুকদার প্রমূখ।
সম্মেলনে মত বিনিময়ে হাজীদের করনীয় ও হজ্ব পরবর্তী নিয়ম-কানুনের বিষয়ে আলোচনাসহ দেশ ও জাতীর জন্য দোয়া কামনা করা হয়।হাজী সমাবেশে প্রায় ৫ হাজার দাওয়াতি হাজী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।