তাড়াশে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত
বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের সমবায়ীদের যৌথ উদ্যোগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আব্দুস সালাম জাকারিয়া সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সমবায় সদস্যগণ উপস্থিত ছিলেন।