দিনভর ছিল প্রাণখোলা আড্ডা, বন্ধুদের স্মৃতিচারণ, একে অপরকে খুঁজে পাওয়ার আবেগঘন মুহূর্ত
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লীতে এস এস সি ব্যাচ ২০০৪ বাংলাদেশ গ্যান্ড মিট-আপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করা হয়।
ছয়শতাধিক বন্ধু ও তার পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় এক আনন্দময় মিলনস্থলে। সকালে নাস্তা ও টি শার্ট বিতরণ দিয়ে শুরু হয়ে একে একে জমে ওঠে নানা আয়োজন—বিভিন্ন খেলাধুলা, হাস্যরসাত্মক প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা,সঙ্গীত, নৃত্য, নাটিকা এবং কৌতুক পরিবেশনা। দিনভর ছিল প্রাণখোলা আড্ডা, বন্ধুদের স্মৃতিচারণ, একে অপরকে খুঁজে পাওয়ার আবেগঘন মুহূর্ত।
অনেকেই দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে আপ্লুত হন। কারও সঙ্গে স্ত্রী-সন্তান, আবার কেউ একাই এসেছেন, তবুও সবার মুখেই ছিল বন্ধুত্বের উচ্ছ্বাস আর স্মৃতির আলোয় ভেজা চোখ।
আয়োজক কমিটি জানায়, এসএসসি ব্যাচ ২০০৪ বাংলাদেশের এই মিলনমেলা শুধুমাত্র একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং এটি বন্ধুদের মধ্যে ভালোবাসা, ঐক্য এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য সুযোগ।
এস এস সি ব্যাচ ২০০৪ বাংলাদেশ গ্রুপের মডারেটর রিপা চৌধুরী বলেন,আজকে এই প্রাগ্রামে এসে মনে হচ্ছে আমরা সেই ১২/১৩ বছরে চলেগেছি। তিনি বলেন,আমাদের ছোট বেলায় যে আনন্দ করতাম হইহুল্লর করতাম এই প্রোগ্রামে এসে কিছুটা তা অনুভব করছি।
মডারেটর মোঃ রুবেল হাসান রুবেল বলেন,২০০৪ সালে আমরা এস এস সি পাশ করেছি। এই প্রোগ্রাম গুলোতে আসলে আমরা সেই আগের ছোট বেলার স্মৃতিতে ফিরে যাই।তিনি বলেন,তাদের সাথে রক্তের কোন সম্পর্ক নাই কিন্তু তাদের সাথে রয়েছে আত্মার সম্পর্ক।
মিয়া গ্রুপ প্রেজেন্টস এর পরিচালক ও এস এস সি ব্যাচ ২০০৪ বাংলাদেশ গ্রুপের এডমিন মোঃ আতিকুল ইসলাম জানান,সত্যি আমরা শৈশব ফিরে পেয়েছি। বিভিন্ন জেলা থেকে আমাদের বন্ধুরা এসেছে। একে অপরের সাথে কথা আদান প্রদান করছে, গল্প করছে,সেলফি তুলছে মোট কথা এই দৃশ্য গুলো দেখে খুব ভালো লাগছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সদস্য বলেন, যিনি শুরু থেকেই এই গ্রুপের প্রতিটি প্রোগ্রামে স্পনসর করে থাকেন তিনি আমাদের ভালোবাসার বন্ধু মিয়া গ্রুপ প্রেজেন্টস এর পরিচালক ও এস এস সি ব্যাচ ২০০৪ বাংলাদেশ গ্রুপের এডমিন মোঃ আতিকুল ইসলাম। তিনি আমাদের প্রতিটি প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করে থাকেন।
গ্রুপ এডমিন খান রবিন বলেন,ফেসবুকের কল্যাণে সারা বাংলাদেশে এস এস সি ব্যাচ ২০০৪ বন্ধুদের একিত্র করা সম্ভব হয়েছে। তিনি বলেন,দূরদূরান্ত থেকে যে বন্ধু বান্ধবীরা এসেছে এটা ফেসবুকের মাধ্যমে সম্ভব হয়েছে। আজকের মিলন মেলা এটা শুধু কারো একার না। এই মিলন মেলাটা ৬০০ প্লাস বন্ধুর সবার। তাদেরকে নিয়ে আমরা আনন্দ উল্লাস করেছি।
এস এস সি ব্যাচ ২০০৪ বাংলাদেশ এর গ্রুপ এডমিন ক্রিয়েটর মোঃ আব্দুল আজিজ বলেন,সবচেয়ে মজার বিষয় হলো প্রায় ২২ বছর আগের বন্ধুদের সবাইকে একিত্র করে একটা মিলন মেলা মনে হচ্ছে আমরা সেই ছোট বেলায় চলে এসেছি। প্রাপ্তিটা এখানেই সবার মুখে আজকে হাসি। মনে হচ্ছে একদিনের জন্য আমরা সেই স্কুল লাইফে চলে এসেছি। তিনি বলেন,আমাদের এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আজকের এই মিলন মেলায় যারা এসেছেন,সার্বিকভাবে সহযোগীতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।








