দূর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক সভা
মহাসড়কে যানজট ও দূর্ঘটনা রোধে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে ড্রাইভার-হেলপারদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানা চত্ত্বরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম, সার্জেন অরবিন্দু,দুলাল আহমেদ,উপ-পরিদর্শক ( এসআই) সফিকুল ইসলামসহ ড্রাইভার হেলপার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ড্রাইভার- হেলপারদের উদ্দেশ্য করে ওসি আব্দুল ওয়াদুদ বলেন, পুলিশের পাশাপাশি ড্রাইভাররাও যদি সচেতন হয় তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং জনগণকেও এর পাশাপাশি সচেতন হতে হবে। মোটরসাইকেলের চালকরা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন।