বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড!

নবীনগরে সিপি বয়েজ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

খেলা ধর মাদক ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিপি বয়েজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পশ্চিম পাড়া একাদশ বনাম আলীয়াবাদ একাদশ খেলা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, নবীনগর উপজেলা ছাত্রদলের (আহ্বায়ক) আপেল মাহমুদ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, জাহিদ স্পোর্টস এর কর্ণধার মোঃ জাহিদুল ইসলাম, প্রবাসী ওবায়দুল রহমান ও মোঃ রানা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, ফাহিম সহকারী ছিলেন শামীম ও লিমন। ধারাভাষ্য করেন ইমরান ও সামদানী হৃদয়।

এসময় আরও উপস্থিত থেকে খেলায় সহযোগিতা করেন, শ্রাবণ, রাকিব, শুভ, নাজমুল, সিয়াম, মিরাজ, রাব্বি, মেহেরাব প্রমুখ। ফাইনাল খেলার উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে মাইন উদ্দিন মাইনু বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে।

একমাত্র খেলাধুলায় পারে এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে, তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। ফাইনালে পশ্চিম পাড়া একাদশ বনাম আলীয়াবাদ একাদশ মধ্যকার খেলার ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ০-০ গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।

ট্রাইব্রেকারে আলীয়াবাদ একাদশ ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলাশেষে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলকে রানার্সআপ ট্রফি তুলে দেন। এছাড়াও খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মো. জয়। মোঃ আলমগীর হোসেন নবীনগর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর