নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ্বরীতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য এবং যুব ফোরামের সদস্যসহ স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় কালিগঞ্জ জনতা যুব উন্নয়ন সংস্থা প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাজী মনিরুজ্জামান, এনজিও কর্মী আশরাফুল আলম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আফসানা আফরোজ ও হান্নান সরকার।
বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।