নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ১১ জেলকে কারাদন্ড
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশের মতো পাবনার বেড়া উপজেলায়ও চলছে ব্যাপক অভিযান। মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নদী তীরবর্তী এলাকায় পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে মোবাইল কোর্ট পরিচালনা করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মোরশেদুল ইসলাম।
এ সময় যমুনা নদীতে ইলিশ মাছ শিকার করার অপরাধে ১১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড ও ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন এ প্রতিবেদককে জানান , নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ শিকার করার অপরাধে গতকাল বৃহস্পতিবার রাতে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ জন জেলকে আটক করা হলে , পরে বিধি অনুযায়ী ১১জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১জনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৩ জন নাবালক হওয়ায় মুচলেকার মাধ্যমে উপযুক্ত অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।অভিযুক্তদের থেকে উদ্ধারকৃত আনুমানিক দুই লক্ষ টাকার , প্রায় ১০ হাজার মিটার জাল জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। সেই সাথে আটকৃত ১০ কেজি ইলিশ মাছ নিকটস্থ একটি এতিমখানায় বিতরণ করা হয়।তিনি আরও জানান ,
প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযান চলাকালীন সময়ে যাঁরা আইন অমান্য করে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মো. মোরশেদুল ইসলাম , উপজেলা মৎস্য অফিসার, কাজিরহাট নৌ-পুলিশের ইনচার্জ অরবিন্দ সরকার প্রমূখ।








