পাবনায় খালের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার ফরিদপুর খালের পানিতে ডুবে জিয়ারুল (৮)ও জমিরন(৭) নামের একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে (৩১ আগষ্ট) রোববার দুপুরে উপজেলার খাগরবাড়ীয়া গ্রামে।স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায় ,দুপুরে কোনো এক সময় বাড়ির পাশে ডোবার ওপর বাঁশের সাঁকো পার হতে গিয়ে দুই শিশু পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে ডোবার পানিতে শিশু দুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন , পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত দুই শিশু ওই গ্রামের রজব মন্ডলের ছেলে জিয়ারুল এবং মাকসুদ ইসলামের মেয়ে জমিরন তারা একে অপরের চাচাতো ভাই-বোন এবং খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








