পাবনায় মাকে মারধরের ঘটনায় ছেলে – বউ সহ আটক ৫
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ মাকে মারধর- নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ছেলে এবং ছেলের বউ সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে (৩০ আগষ্ট) শনিবার উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।জানা যায় , ঘটনার দিন সকালে বৃদ্ধ মা কাঞ্চন খাতুনকে ছেলে নজরুল (৪৫) এবং তাঁর স্ত্রী সোনালী (৪০) মিলে মারধর এবং নির্যাতন করছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র নিন্দা, ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে সাঁথিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ওই দিন সন্ধ্যায় ছেলে নজরুল ইসলাম ,পুত্রবধূ সোনালী , ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২) শ্যালিকা ফরিদা (৩৬)কে আটক করা হয়েছে। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান , ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।এ সময় স্থানীয়রা বাঁধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আনিস। বৃদ্ধ মাকে মারধর এবং নির্যাতনের ঘটনায় ছেলে ও পুত্রবধূ সহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।








