শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি রফিকুল সম্পাদক, সাইদুল, সাংগঠনিক মোতালেব পাবনায় জন্মদিনে সড়ক দুর্ঘটনা শিশুর মৃত্যু গাজীপুরে নাশকতা ও বাস পোড়ানো মামলায় গ্রেফতার-৩৩ ব্যবসায়ীকে অপহরণ পরে মিথ্যা প্রতরনা মামলায় ফাঁসলেন জয়দেবপুর থানার ওসি হালিম,তদন্ত শুরু শান্তিরহাট জামে মসজিদে চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান প্রদান গাইবান্ধায় ৬ শিক্ষকের রাজকীয় বিদায় টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর বেড়ায় বন্ধের পথে ক্ষুদ্র বেকারি শিল্প ফুলবাড়ীতে কম্বল বিতরণ করলেন শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু

পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি রফিকুল সম্পাদক, সাইদুল, সাংগঠনিক মোতালেব

রিপোর্টারের নাম : / ২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

মোঃ আব্দুল আজিজ-ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় পৌর বিএনপি’র দীর্ঘ একযুগ পর শান্তিপূর্ণভাবে কাউন্সিলে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম বুরুজ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোতালেব হোসেন।

শুক্রবার(২৪ জানুয়ারি) বিকালে সরকারি হাজী জামাল উদ্দীন মাঠে ভোটের মাধ্যমে এই বিজয়ী হয় তারা। সূত্র জানান, পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের ৫৬৭ জন ভোটার ভোট প্রদানে অংশগ্রহণ করেন।

বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে গণনা করে প্রাপ্ত ফলাফলে দেখা যায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম,তিনি পেয়েছেন ৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আশরাফুল আলম স্বপন তিনি পেয়েছেন ১৩১ ভোট।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মো. সাইদুল ইসলাম বুরুজ ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহিনুর রহমান শাহিন তিনি পেয়েছেন ২২৫ ভোট। অপরদিকে পৌর বিএনপি’র সাংগঠনিক পদে মো. মোতালেব হোসেন ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মো. মধু সরকার তিনি পেয়েছেন ১৮৫ ভোট। মোঃ আব্দুস ছালাম নুর পেয়েছেন ৮৪ ভোট,মোঃ আব্দুল আলিম পেয়েছেন ৫০ ভোট।

ভোট গ্রহণ শেষে রাত নয়টার দিকে এই ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। ফলাফল ঘোষণার পর পরই বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা আনন্দ করতে থাকে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ভাঙ্গুড়া পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। মো. রফিকুল ইসলাম আহবায়ক ও মো. ছাইদুল ইসলাম বুরুজকে সদস্য সচিব করা হয়েছিল।

এর পরে আসন্ন ২৪ শে জানুয়ারি এই সম্মেলনে পৌর বিএনপি-র গুরুত্বপূর্ণ পদসমুহ সভাপতি পদে দুইজন , সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪জন সহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৬৭ জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের নেতা নির্বাচিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর