প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৯ জানুয়ারি স্থানিয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সলঙ্গায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষককে হত্যা চেষ্টা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন শলী বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মাহবুব কামাল।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া সংবাদ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।
গত ২৯ জানুয়ারি একটি পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদে যে ঘটনা তুলে ধরা হয়েছে সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ করা হচ্ছে।প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার লক্ষে কুচক্রী মহল একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক দ্বারা থানায় অভিযোগও করেছে।
এ বিষয়ে উল্লেখিত অভিযোগ ও প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।