শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৮ মার্চ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক কলম সৈনিক” পত্রিকার প্রথম পাতায় “ডা: শারমিন আক্তার স্বর্ণার ভুল অপারেশনে সলঙ্গায় হাফিজা মেমোরিয়াল হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মা ও নবজাতকের মৃত্যু,ধামাচাপা দেওয়ার চেষ্টা গত ২০ মার্চ একই পত্রিকার প্রথম পাতায় “সলঙ্গায় চিকিৎসা অবহেলায় মা-নবজাতকের মৃত্যু কলম সৈনিকে সংবাদ প্রকাশের পর হাফিজা মেমোরিয়াল হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ, গত ১৯ মার্চ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক শ্যামল বাংলা” পত্রিকার প্রথম পাতায় “ডা: শারমিন স্বর্ণার ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ-সলঙ্গা হাফিজিয়া হসপিটাল ৩ দিন বন্ধের নির্দেশ ও গত ১৯ মার্চ ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক সংবাদ” পত্রিকায় “উল্লাপাড়ায় ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু,ধামাচাপার চেষ্টা” শীর্ষক সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে।যে সকল তথ্য পরিবেশন করে সংবাদগুলো ছাপা হয়েছে, তাহা আদৌ সত্য নহে।

স্বাস্থ্য ও চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে সলঙ্গা থানার সি আর বি সি র‍্যাব-১২ অফিস সংলগ্ন বেসরকারি “হাফিজা মেমোরিয়াল হসপিটাল” টি দীর্ঘদিন ধরে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে,
ডাক্তার শারমিন আক্তার স্বর্ণা একজন মানবিক ডাক্তার, তিনি গরিবের ডাক্তার, তিনি অনেক গরিব মানুষকে সাহায্য করেন এবং অনেক সময় ফ্রিতে ও অপারেশন করে দেন,মাত্র সাড়ে তিন বছরের অপারেশনের ক্যারিয়ারে তিনি প্রায় পাঁচ হাজার অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন উল্লাপাড়া, সিরাজগঞ্জ রোড মিলে।
রেজিঃপ্রাপ্ত ডিগ্রীধারী এমবিবিএস, সার্জন,নার্সসহ হালনাগাদ সকল বৈধ কাগজ পত্র দ্বারা হসপিটালটি পরিচালিত হয়ে আসছে। একটি মহল ঈর্শান্বিত হয়ে হসপিটালের সেবার মান বিনষ্ট করতে জাতির বিবেক সাংবাদিকদের মিথ্যা, মনগড়া তথ্য দিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সংবাদগুলো পরিবেশন করিয়েছেন।

তাড়াশ উপজেলার কালু পাড়া গ্রামের মৃত জোনাব আলীর ছেলে সিদ্দিন (সিদ্দিক) (আলীর প্রসুতী স্ত্রী লতা ও তার নবজাতককে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য পত্রিকায় অপপ্রচার করা হয়েছে, তাহা খুবই স্পর্শকাতর এবং দুঃখজনক। এমন অপ প্রচার ও সংবাদের ভিত্তিতে প্রসূতী লতা খাতুনের স্বামী ও নবজাতকের বাবা সিদ্দিক আলী গত ২০ মার্চ মোকাম নোটারী পাবলিকের কার্যালয়-সিরাজগঞ্জ এ হলফনামা (নং ৮৮২) এর মাধ্যমে জানান যে, স্ত্রী ও নবজাতক সন্তানের মৃত্যুতে আমার কাহারো প্রতি কোন অভিযোগ নাই। হাফিজা মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকের প্রতি আমার কোন অভিযোগ নাই। আমার জানামতে হাসপাতাল কর্তৃপক্ষ কোন ভুল চিকিৎসাও করেন নাই। পরবর্তীতেও হাসপাতাল কর্তৃপক্ষের উপর আমার কোন অভিযোগ নাই।

বিধায়,সংবাদগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রকাশিত সংবাদগুলোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

প্রতিবাদকারী,
মো: আব্দুর রশিদ খন্দকার
ম্যানেজিং ডিরেক্টর হাফিজা মেমোরিয়াল হসপিটাল সলঙ্গা,সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর