সোমবার, ১২ মে ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়ে রেজাউল নামের একজনকে জখম বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার ভাঙ্গুড়ায় মাটির রাস্তা ভরাট কাজের উদ্বোধন র‌্যাবের অভিযানে কষ্টিপাথরসহ ৩ জন পাচারকারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, ঠাকুরগাঁও সীমান্তে ১০ জন আটক বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ট্রাংলরী থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মাসুদ খন্দকারের বাসায় হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজির কোন দল নেই,জিএমপি কমিশনার

প্রেমের টানে নিজ দেশ ছেড়ে এসে ভারতীয় তরুণী বিয়ে করলেন বাংলাদেশী তরুণকে

সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ জুন, ২০২৩

প্রেমের টানে নিজ দেশ ছেড়ে নাইসা মল্লিক (২৬) নামের এক ভারতীয় তরুণী এসে বিয়ে করলেন বাংলাদেশী তরুন জুয়েল(২৪) কে ।

এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামে।

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সুবাদে দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । এই ভালোবাসার সুবাদেই গত এক সপ্তাহ আগে ওই প্রেমিকা নাইসা মল্লিক এসে উঠেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের বাড়িতে । গত বৃহস্পতিবার সন্ধ্যা ইসলামিক স্বরিয়া মতে নোটারি পাবলিকের মাধ্যমে ইরান সরকারের ছেলে জুয়েল (২৪) সরকারকে বিয়ে করেন তিনি । বিদেশী ওই প্রেমিকাকে এক নজর দেখতে স্থানীয় জনগন ভীড় করছেন ছেলের বাড়িতে ।

নাইসা মল্লিক জানান, তার বাবার নাম খয়রুল আলম মল্লিক । তার বাড়ি ভারতের হাওড়া জেলার দশ নগর থানার ধারসা ছোট মল্লিকপাড়া। নিজের চেয়ে কমবয়সী ছেলেকে বিয়ে করেও তিনি অনেক আনন্দে আছেন । তাদের এই প্রেমের কথা তার পরিবারকে জানালে তারা অস্বীকার করেন। পরে তিনি পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিন্ধান্ত নেন। তারপর তিনি পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসেন। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি। জুয়েল সরকার বলেন, ‘দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি।’

এ বিষয়ে ছেলের বাবা ইরান সরকার জানান,ভারতীয় এই মেয়ের সঙ্গে আমার ছেলে জুয়েলের সাথে ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক হয়। এরপর সেই মেয়ে আমার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে মেয়ে দুইজনের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর