ফুলবাড়ীতে কম্বল বিতরণ করলেন শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারী) বিকালে এ্যাডভোকেট রেহেনা খানম বিউটি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের মোহরটারী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন।
মোহরটারী আদর্শ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি বিএডিসি’র উপ- সহকারী পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক সাবেক রংপুর বিভাগীয় স্বাস্থ পরিচালক আলহাজ্ব ডা: শাহাদাত হোসেন, রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি নাজু, কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি আশরাফ আলী, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক প্রথম যুগ্ন সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, প্রায়াত এ্যাডভোকেট রেহেনা খানম বিউটি’র বড় ছেলে ডা: বাধন হাসান, সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা গোলাম মর্তুজা বকুল বক্তব্য রাখেন। এসময় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক গণ, উপজেলা যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।