ফুলবাড়ীতে দেশের কন্ঠের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে দেশের কন্ঠের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেশের সম্ভাবনাময় জাতীয় দৈনিক দেশের কন্ঠের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে সকাল সাড়ে ১১ টায় পত্রিকাটির রংপুর বিভাগীয় আঞ্চলিক প্রতিনিধি লিমন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, আপন টেলিভিশনের এমডি মোস্তফা কামাল আপন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, পত্রিকাটির ফুলবাড়ী প্রতিনিধি কোয়াসিম সিদ্দিকী জনি,দৈনিক সমাচার প্রতিনিধি মোকাররম হোসেন,জাগো রংপুরের নিজস্ব প্রতিবেদক মশিউজ্জামান হিল্লোল- নাঈমুর রহমান ও প্রাইভেট ডিটেকটিভ এর প্রতিনিধি মোরসালিন ইসলাম।
আলোচনা সভা শেষে কেককেটে বর্ষপূর্তির উদযাপন করা হয়।