শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটি গঠন

রিপোর্টারের নাম : / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলার ৮ম জেলা সম্মেলনে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে সম্মেলন শুভ উদ্বোধন করেন বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন। অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আসলাম খান, সংগঠক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল।

বক্তা ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড অ্যাড. রফিকুল ইসলাম অপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান কমরেড রণজিৎ কুমার রায়।

বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক কমরেড অ্যাড. মধুসূদন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব হোসাইন, ছাত্রনেতা সাইফুল ইসলাম সিহাব, যুবনেতা গোপাল চন্দ্র রায়, ক্ষেতমজুর নেতা মোঃ বদিউজ্জামান সোহাগ, বাহার তালুকদার প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি: কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ, সাধারণ সম্পাদক: কমরেড অ্যাড. মধুসূদন রায় ও সহ-সাধারণ সম্পাদক: কমরেড অ্যাড. নিরঞ্জন চন্দ্র রায়কে নির্বাচিত করে ১৫সদস্য বিশিষ্ট গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর