বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বারি পরিদর্শন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/373351274_2086797275045915_6114735192160773557_n-700x390.jpg)
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর বি.এসসি. এজি (অনার্স), লেভেল-৩, সেমিস্টার-১ এর ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ মোট ৩১৭ জন শিক্ষার্থীর একটি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান ও ড. মো. ইমরান খান চৌধুরী। এরপর ড. কাজী এম বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বিএআরআই এর কার্যক্রম ও সাফল্য সম্পর্কে ব্রিফিং প্রদান করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান। পরবর্তীতে শিক্ষার্থীবৃন্দ ইনস্টিটিউটের ফুল গবেষণা মাঠ এবং হাইড্রোপোনিক ল্যাব পরিদর্শন করেন।