শিরোনামঃ
বাউবিতে বঙ্গবন্ধু বইমেলা উদ্বোধন
জ্ঞান বিকাশের জন্য শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তকের
পাশাপাশি অন্যান্য বই পড়া প্রয়োজন। যাতে করে বাস্তব জগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে সমদ্ধ হওয়া যায়। পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল ও ইতিহাস- ঐতিহ্য সম্পর্কিত বই নিয়মিত পাঠ প্রয়োজন। যার জ্ঞানের ভাণ্ডার শব্দ সংখ্যা ততবেশি সে ততবেশি স্মার্ট। বর্তমান প্রজন্মের মধ্য বই কেনা এবং বই পড়ার আগ্রহ সৃষ্টি করাই বইমলার মূল উদ্দেশ্য। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিবে। তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয় নিয়ে যেত পারে এ লক্ষ্যই আজকের এ বই মেলার আয়োজন।
বঙ্গবন্ধু বাংলাদেশ সম্পর্ক ইতিমধ্যে অনক পুস্তক প্রকাশিত হয়েছে, শিক্ষার্থীদের সেসব পাঠ করা একান্ত দরকার। যাতে তারা বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শ অনুপ্রাণিত হয় প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের ভূমিকা রাখতে পারবে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাউবি’র মুক্তিযুদ্ধ গবষণা কেন্দ্রের উদ্যাগে বঙ্গবন্ধু বইমলা উদ্বোধনকালে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন ।
বাউবি’র মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রর সহকারী পরিচালক মা: মশিহুর রহমান চৌধুরীর সঞ্চালনায়
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম ও বাউবি’র মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মাঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও বাউবি’র শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মা: আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মা: আব্দুস সাত্তার, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কেএম রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. মা: শহীদুর রহমানসহ ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ, বিশ্ববিদ্যালয়র ল্যাবরটরি স্কুলের শিক্ষার্থীরা ও শ্রাবণ প্রকাশণীর স্বত্বাধিকারী রবিন আহসান অনুষ্ঠান উপস্তিত ছিলেন। বঙ্গবন্ধু বইমেলা প্রদর্শনীটি সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরামহীনভাব চলে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর