বিএনপি দলীয় সাবেক এমপি’র বিরুদ্ধে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উপজেলা বিএনপি’র
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে নিজ দলীয় কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, লুটপাটে মদত দেওয়ার অভিযোগ এনে তাকে বহিস্কারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি। এসময় তার বিরুদ্ধে বিগত ১৭ বছর যাবৎ নির্যাতিত হওয়া ত্যাগি নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে উপজেলাটিকে অস্থিতীশীল করে তোলারও অভিযোগ করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলো তুলে ধরেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন বিএনপি’র চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষন করে বলেন, বিগত ১৫ বছরে উল্লাপাড়ার কোন দলীয় কর্মসূচিতে অংশ নেননি সাবেক জাতীয় সংসদ সদস্য আকবর আলী। ছাত্র-জনতার অভ্যুথ্থানে সরকার পতনের পর উপজেলাটির শান্তি শৃঙ্খলা, জান-মাল রক্ষায় কাজ করছে উপজেলা বিএনপি, এখানেও আকবর আলীর কোন সম্পৃক্ততা নেই। হঠাৎ করে তিনি উল্লাপাড়ায় এসে আওয়ামীলীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে উপজেলাজুড়ে মহড়া দিচ্ছে, বিভিন্ন স্থানে হামলা চালিয়ে লুটপাট করাচ্ছে, উপজেলা বিএনপি অফিসেও হামলা চালিয়েছে। বিএনপির ভাবমুর্তি রক্ষায় তাকে এধরনের কাজ থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবিও জানান তিনি।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিংহভাগ সদস্য ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।