বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0014-700x390.jpg)
গাজীপুরে টঙ্গী বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত সোয়া ১২ টার সময় তিনি মারা যান।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী দিবাগত রাত ১ টার সময় বিষয়টি নিশ্চিত করেন নিজামুদ্দিন অনুসারী মিডিয়া সমন্বয়ক মোঃ সায়েম।
দিদার তরফদার খুলনা জেলার সদর থানার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।
মিডিয়া সমন্বয়ক মোঃ সায়েম জানান,রাত ১২ টা ১০ মিনিটের সময় খুলনা জেলার ৪১ নম্বর খিত্তায় থাকা দিদার তরফদার শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হলে আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে আনার পথে মৃত্যু বরণ করে। জানাজা শেষে তার মৃত দেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
৫৮ তম বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে গেল বুধবার থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ময়দানে এসে সমাবেত হয়েছেন মুসল্লীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) যোহরের নামাজের পর কাকরাইল মসজিদের বর্ষিয়ান মুরব্বি মাওলানা মোশাররফ হোসেনের স্বাগতিক বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসরের নামাজের পর পাকিস্তানের আহলে শূরা মাওলানা শায়েখ হারুন
কোরাইশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল বয়ান শুরু হয়।
মাগরিবের পর বয়ান করেন ভারতের মাওলানা ইয়াকুব সিলানী (নিজামুদ্দিন) তরজমা( অনুবাদ) করেন মাওলানা মনির বিন ইউসুফ। এছাড়াও শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ফজরের নামাজের পর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)।