বেড়া-সাঁথিয়া সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে মানববন্ধন
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার :পাবনা -১ (সাঁথিয়া- বেড়া) সংসদীয় আসন সীমানা আলাদা করে পাবনা-২ (সুজানগর – বেড়া) যুক্ত করায়, প্রতিবাদ, মানববন্ধন ,আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার হাটুরিয়া চৌরাস্তা মোড় সহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ করেছে হাজারও মানুষ।জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার ৩ শ’ আসন পূর্ণ নির্ধারিত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। এতে পাবনা – ১ আসনে অন্তর্ভুক্ত বেড়া বাদ দিয়ে পাবনা – ২ (সুজানগর-বেড়া) অন্তর্ভুক্ত করায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেড়া উপজেলার বিএনপির উদ্যোগে মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এ সময় বেড়া – সাঁথিয়া পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ করেন উপস্থিত সবাই ,
এ বিষয় নিয়ে কথা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী দল পাবনা জেলা কমিটির সাবেক কার্যকারী সদস্য এবং জাতীয়.৬৮ পাবনা -১ আসন থেকে বিএনপির ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী হাজী মো.ইউনূস আলী বলেন , বিগত ৫২ বছর যাবত ৬৮. পাবনা (সাঁথিয়া-বেড়া) আংশিক সংসদীয় আসন হিসেবে পরিচিত। কিন্তু কিছু স্বার্থবাদী রাজনীতিবিদ (সাঁথিয়া -বেড়া) উপজেলায় বিভাজনের মতো ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে। অবিলম্বে মহামান্য আদালতের দেওয়া অযৌক্তিক রায় স্থগিত করে এবং গত বৃহস্পতিবার ইসি ঘোষিত গেজেট সংশোধন করে বেড়া উপজেলা আংশিক কে পূর্বের ন্যায় ৬৮.(সাঁথিয়া- বেড়া) আংশিক পাবনা.১ আসনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে উপরোক্ত দাবি বাস্তবায়ন করার জন্য আমরা মানববন্ধন, মতবিনিময়, জনমত গঠন চালিয়ে যাব এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি এ প্রতিবেদকে জানিয়েছেন।








