বেতাগীতে দিনব্যাপী কোভিড-১৯ বিষয়ক সেমিনার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/received_252239460876575-700x390.jpeg)
বরগুনার বেতাগীতে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় অফিসের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর। বিষয়ের উপর আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ ফারজানা শান্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রওশনারা শিলা ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ফোরকান আহমেদ। বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার ও গ্রিন পিস সোসাইটি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।
সেমিনারে জনপ্রতিনিধি সাংবাদিক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, ইমাম এনজিও কর্মী সমাজকর্মীসহ ৩৫ অংগ্রহণকারী ছিলেন।