রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

বেতাগীতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সম্পন্ন

রিপোর্টারের নাম : / ৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় সম্পন্ন হয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এ মেলা আয়োজন এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরুস্কার বিতরণ করা হয়।
এবারে মেলার মূল আকর্ষণ ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা। মেলায় প্রথম স্থান অর্জন করে বেতাগী সাইন্স সোইটি এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ২০ টি স্টল অংশ গ্রহণ করেন।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) বিপূল সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাসুদুর রহমান, বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু সহ অন্যান্যরা।
এর আগে সোমবার মেলার উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর