শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

বেনাপোল বন্দরে ট্রাকে লুকানো উইন্সেরেক্স সিরাপসহ ভারতীয় চালক আটক

রিপোর্টারের নাম : / ৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধ: বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় একটি ট্রাকে লুকানো বিপুল পরিমাণ উইন্সেরেক্স (নেশাজাতীয়) সিরাপসহ আব্দুল মন্ডল (৩৫) নামে ট্রাকচালক আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ট্রাকটি।

বুধবার বিজিবির যশোর ব্যাটালিয়নের একটি টহলদল বেনাপোল বিওপির আওতাধীন স্থলবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত ট্রাকচালক আব্দুল মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার পূর্বপাড়ার বাসিন্দা মতিয়ার মন্ডলের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকে লুকিয়ে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, একইদিনে রঘুনাথপুর বিওপির অধিনস্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোন্তাসিম (২৪) নামে আরও এক যুবককে আটক করা হয়। আটক মোন্তাসিম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা গ্রামের আবু হামজার ছেলে।

এছাড়া বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মদ, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গাঁজা, মোবাইল ফোন, শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ আরও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবির হিসাবে, জব্দকৃত মাদক ও চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ২৫০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক, চোরাচালানী পণ্য ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর