বেনাপোল হাই স্কুলে বন্ধন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয় শ্লোগান কে সামনে রেখে, যশোরের বেনাপোল পৌরসভা বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষে পর্দাপন উপলক্ষে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২নভেম্বর) সকাল ১১টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাকিবুল ইসলাম সাকিব,।প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মোঃ ইনামুল হাসান বিন নুর ( চেয়ারম্যান এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদরাসা), ডাঃ ইব্রাহিম শেখ রুবেল ( চেয়ারম্যান বেনাপোল মডার্ন ডায়াগনস্টিক সেন্টার) এবং বেনাপোলের চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তিত্ব ডাঃ মিন্টু রহমান।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলায় আরো উপস্হিত ছিলেন বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সাইফুর রহমান, প্রধান উপদেষ্টা জনাব রকি মাহমুদ,
বাদশা বিশ্বাস, সুমন হোসেন,রানা আহম্মেদ, ইমামুল হোসেন, মাওলানা ওমর ফারুক,পরিচালক জনাব আরিফুজ্জামান বিলু, সিনিয়র সহ-সভাপতি আরিফ তাজ,সাধারন সম্পাদক জনাব মেহেদী হাসান
যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,
অর্থ সম্পাদক ইসলামুল হক সবুজ সহ সকল স্বেচ্ছাসেবী।
উক্ত আলোচনা সভায় প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইফুর রহমান জানান, করোনা সময় পরবর্তী ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত, বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন দুই শতাধিক বৃক্ষরোপণ করেছে। পবিত্র আল কোরআন বিতরণ করেছে, ১০০০ ব্যাগ প্লাস রক্তদান করেছে। শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করে দৃষ্টান্তমূলক নজির স্হাপন করেছেন।
বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর ২০২৪ – ২০২৫ কেন্দ্রীয় কমিটির সকল স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ সহ বেনাপোল যশোর, সাতক্ষীরা, খুলনা সহ পার্স্ববর্তী বিভিন্ন এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।