বেলকুচিতে দুর্যোগে সচেতনতায় মানবমুক্তির মহড়া প্রদর্শন
বন্যা দুর্গত যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্যোগে সচেতন করতে মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া নৌকা ঘাটে দুর্যোগ বিষয়ক এ সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শনের আয়োজন করে উন্নয়ন সংস্থা মানবমুক্তি। দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈইকা) এর আর্থায়নে এবং অক্সফাম এর সহযোগীতায়, মানব মুক্তি সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন এনহ্যান্সিং ডিজাষ্টারস রেজিলিয়েন্স ক্যাপাসিটি অফ দ্যা মুনসুন ফ্লাড এফেক্টেড পপুলেশন অফ সিরাজগঞ্জ ডিসট্রিক্ট ইন বাংলাদেশ প্রকল্প এ উদ্যোগ গ্রহন করে।
এতে এলাকার ৬৫০ জন বন্যা দুর্গত এলাকার সাধারণ মানুষ মহড়ায় অংশগ্রহন করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি, স্থানীয় সরকার প্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারী বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ মহড়ায় বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত পরিবার সমূহকে উদ্ধার ও বন্যা আশ্রয় কেন্দ্রে নিরাপদে স্থানান্তর করা, নদীতে নৌকা ডুবে গেলে দুর্ঘটনা কবলিত মানুষকে কিভাবে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেয়া ও এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।