বেড়ায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
পাবনার বেড়া উপজেলায় গাছের ডাল পড়ে রিয়াদ মোল্লা (১৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার কাশিনাথপুর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।নিহত রিয়াদ মোল্লা (১৮) উপজেলার আমিনপুর থানাধীন সৈয়দপুর দক্ষিণ পাড়া গ্রামের আ, মজিদ মোল্লার ছেলে।জানা যায়, বেড়া থেকে মোটরসাইকেলে কাশিনাথপুর হয়ে সৈয়দপুর যাওয়ার সময় ঝড়ে ভেঙে ঝুলতে থাকা গাছের ডাল মাথার ওপরে পড়লে গুরুতর আহত হন রিয়াদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিনাথপুর পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আমিনপুর থানার (ওসি) মো: আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।