বেড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাবনার বেড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বেড়া পৌর বিএনপি কার্যালয়ের সামনে পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেড়া পৌর সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র উদ্ধারের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান। আলোচনা শেষে বিশাল মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করেন।