ভয়েস অফ কাজিপুরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে অসহায় ও নিম্ন আয়ের পরিবারে কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীলতার লক্ষ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ কাজিপুর। গত একযুগ ধরে সংগঠনটি উপজেলার সহস্রাধিক অসহায় ও দরিদ্র পরিবারে কর্মসংস্থানের লক্ষ্যে নগদ অর্থ, ব্যবসায়ী মূলধন, রিক্সা, ভ্যানসহ নানা উপলক্ষে বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসছে।
গত ২২ নভেম্বর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের দৃষ্টিশক্তি হারানো মোসলেমের মেয়ে নীলুফাকে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কালাম আজাদ, ভয়েস অফ কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন, সাবেক সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিন্টু,চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল হোসেন,ভয়েস অব কাজিপুর এর সাবেক সদস্য মোতাহার হোসেন,আজাহার আলী সহ আরো অনেকে।