ভাঙ্গুড়ায় গাঁজা সেবন করায় ৬ মাসের কারাদণ্ড

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে গাঁজা সেবন ও ১ পুড়িয়া বহন করার অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম আরাফাত (১৯)। তিনি পৌর সদরের মসজিদ পাড়ার ফরহাদের ছেলে।
এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সারের ৩৬ এর (৫) ধারা অনুযায়ী ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।