ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’-এই প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে উপজেলা হল রুমে জনস্বার্থ পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খানমের সভাপতিত্বে পরিকল্পনা সভা ও শুভ উদ্বোধন করেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রুমানা আকতার,কৃষি সম্প্রসারণ অফিসার এফ এন কামারুস সুনিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা মোচাঃ মাহমুদা সুলতানা,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলম প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।