ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেলেন বন্ধন সমবায় সমিতি
মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:
‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটিতে সরকারি ফান্ডে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় সম্মাননা স্মারক’ পেলেন বন্ধন সমবায় সমিতিসহ মোট ৬টি সমবায় সমিতি। গতকাল ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন ইউএনও (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিয়া আকতার রোজী।এরপর সকলের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে উপজেলা মৎষ্য কর্মকর্তা মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি মোছাঃ তাসমিয়া আকতার রোজী।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ,পাবনা জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের সদস্য আলী আজগর,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমাম মিয়াজী, হাটগ্রাম পশ্চিম পাড়া সমবায় সমিতি লিঃ এর সভাপতি শাহাদত হোসেন, চরভাঙ্গুড়া খাঁ পাড়া মহিলা সমবায় সমিতি লিঃ এর সদস্য নাসরীন পারভীন প্রমুখ।
শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে বন্ধন সমবায় সমিতি,মধুরগাতি মৎস্যজীবি সমবায় সমিতি,ভাঙ্গুড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতিসহ মোট ৬টি সমিতিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।