ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর সভায় মাদক (ট্যাপেন্টডল ট্যাবলেট) বিক্রয় করার সময় ৭ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী পাবনা এর উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ একটি চৌকষ দল। একজনকে ভাঙ্গুড়া থানায় নিয়মিত মামলা দিয়েছেন। বাকীদের ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিয়া আক্তার রোজি মোবাইল কোট পরিচালনা করে একজনকে ৬ মাস, ৪ জনকে ১ মাস ও অপরজনকে ১৫দিনের কারাদণ্ড এবং প্রত্যেক জনকে ৫০ টাকা করে জরিমানা করা হয়।তারা হলেন ১। মোঃ সানোয়ার হোসেন (৪১) মৃত তমিজ উদ্দিন গ্রামঃ আরাজি সরদারপাড়া,২। মোঃ জাকির হোসেন (৪০) পিতাঃ আবুল কাশেম গ্রামঃ চৌবাড়িয়া উত্তর পাড়া,৩। মোঃ রহুল আমিন (২২) পিতাঃ মোঃ রব্বান প্রামানিক গ্রামঃ কলকতি শান্তিনগর,৪। মোঃ সেলিম হোসেন (২৬) পিতাঃ মোঃ আনোয়ার হোসেন গ্রামঃ উত্তর মেন্দা,৫। মোঃ আসাদুল ইসলাম (২৬) পিতাঃ মৃত রহমত উল্লা গ্রামঃ উত্তর মেন্দা, ৬। মোঃ হাসান আলী (৪২) পিতাঃ আবেদ মোল্লা গ্রামঃ চৌবাড়িয়া দক্ষিণ পাড়া,৭। মোঃ শাহিন ইসলাম (৩৫) পিতাঃ মোঃ খলিলুর রহমান গ্রামঃ কলকতি শান্তিনগর।
গতকাল মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া পৌর সভার আরাজি সরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩৪০ পিচ ট্যাপেন্টডল ট্যাবলেট ও ১৩৬ গ্রাম ব্লিস্টার স্ট্রিপ জব্দ করে।