• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রোজাদার ও শিশুদের মাঝে ইফতার বিতরণ রায়গঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মৌসুমী বন্যায় আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা,মেয়ের পরিবারের অভিযোগ হত্যা ঠাকুরগাঁওয়ে ২৩৩ টি হারানো মোবাইল উদ্ধার লালমনিরহাটে বিএসএফ গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু! ‘শূন্যের বৃত্ত’ থেকে বের হলো বে-টার্মিনাল প্রকল্প বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে যুক্তরাষ্ট্র গর্বিত স্বাধীনতা দিবসে ভারত রাশিয়া ও চীনের শুভেচ্ছা ঈদযাত্রায় এবার স্বস্তির আশা চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান অর্থনৈতিক অঞ্চলের স্থান দেখতে কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা টিকিট কালোবাজারি বন্ধে জিরো টলারেন্স: রেলমন্ত্রী প্রশিক্ষণে আসবেন ভুটানের ডাক্তার-নার্স অসাম্প্রদায়িক মানবিক ও স্মার্ট দেশ গড়ার প্রত্যয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী স্বাধীনতার চেতনায় উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ব: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ সরকারি কলেজে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন  সিরাজগঞ্জ সদরে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও স্বাধীনতা দিবস উদযাপন তাড়াশে সার-কীটনাশক দোকানে দুর্ধষ চুরি

আব্দুল আজিজ স্টাফ রিপোর্টারঃ

ভাঙ্গুড়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলমের বার্তা / ১৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

“মাদক কে না বলি খেলাধুলাকে হ্যা বলি” এ স্লোগানে ভাঙ্গুড়া কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থা আয়োজিত মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় টিম আর স্কয়ার চাটমোহর পাবনা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট ব্যাডমিন্টন একাডেমী।

এ দিকে জমকালো আতশবাজির পরে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ২০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। রানার্সআপ দলকে দেওয়া হয় দশ হাজার টাকার প্রাইজমানি।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাসেল রানা ও সহকারী ছিলেন, আরিফ হোসেন, সবুজ, বায়েজিদ হোসেন বিদ্যুৎ ও আব্দুল আহাদ। পুরো টুর্নামেন্টে স্কোর বোর্ডের দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম এবং ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ১৬টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে গত সোমবার (৩০ জানুয়ারী) উপজেলার ভাঙ্গুড়া কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থার আয়োজনে শুরু হয় শীতকালীন এ টুর্নামেন্ট।

সুষ্ঠুভাবে এবারের টুর্নামেন্ট শেষ হওয়ায় খুশি খেলা দেখতে এসে দর্শকরা।
খেলা দেখতে আসা ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার ওয়ালিদ বিন ইসলাম নামের এক দর্শক বলেন, আমরা চাই ভাঙ্গুড়ায় এমন টুর্নামেন্ট আরও আয়োজন করা হোক। যাতে তরুণরা আরও অংশগ্রহণ করতে পারবে।

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল তার বক্তব্যে বলেন, যত ধরনের অপরাধ রয়েছে এবং যত ধরণের মাদকের নেশা রয়েছে সব ধরনের অপরাধ থেকে যুব সমাজকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা এবং সংস্কৃতি। ক্রীড়া প্রতিযোগিতায় সুস্থ্য মানসিকতা সৃষ্টি হয়। খেলাধুলায় ব্যস্ত থাকলে ছেলেমেয়েরা মাদক থেকে দূরে থাকতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

ভাঙ্গুড়া কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থার সভাপতি রাজ রায়হানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আফিয়া সুলতানা আখি, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের গণিত বিভাগের অধ্যাপক শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এম. এ মাসুদ, হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান, আয়োজক কমিটির সদস্য ও জনতা ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ প্রমুখ।

68


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর