বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড!

ভারতে পাচার হওয়া ০৮ কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর

রিপোর্টারের নাম : / ৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :ভাল কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে ভারতে পাচারের শিকার হওয়া ৮ জন বাংলাদেশী কিশোরীকে দীর্ঘ এক বছর পর বেনাপোল দিয়ে চেকপোস্ট ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। কিশোরী এরা বিভিন্ন মেয়াদে (৬ মাস থেকে ১ বছর) কারাভোগ শেষে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল হয়ে দেশে ফিরেছে।

আজ সোমবার ২০ মে সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এসব পাচার হওয়া কিশোরীদের হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারতের কলকাতার বাংলাদেশস্থ উপ হাইকমিশনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বিদোষ চন্দ্র বর্মন, সহ বিজিবি, পুলিশ ও দুইদেশের মানবাধিকার সংস্থার কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বিদোষ চন্দ্র বর্মন বলেন, এই কিশোরী
বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যায়। পরে দু‘দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে। তিনি আরো বলেন, এখানে অনেক এনজিও সংস্থাও কাজ করছে তাদের দেশে আনার ব্যাপারে।
ফেরত আসারা হলো,
১। মিনা বেগম ,( ৪২) স্বামী: শামীম হোসেন গ্রাম: ভাইনা, পোস্ট: যশোর থানাঃ যশোর, জেলাঃ যশোর।
২। শিউলি বেগম ,( ৩১) স্বামী: সাদির , গ্রাম : যা গুপ্ত, পোস্ট সাহেবপুর,থানা- শিবপুর জেলা- নরসিংদী।
৩।  লিপি খাতুন ( ৩৫)  পিতাঃ হাসান মোল্লা’ গ‍্রামঃ কলসি, পোস্ট: দোয়া খোলা’ থানাঃ বাঘারপাড়া, জেলাঃ যশোর।
৪। সুখজান খান ( ৩৮) পিতাঃ সুলতান আলী বিশ্বাস গ্রামঃ কুশাডাঙ্গা, পোস্ট: পানি করিয়া ‘থানাঃ কলারো, জেলাঃ সাতক্ষীরা।
৫। ঝুমা ( ২৮) পিতাঃ গোলাম হোসেন গ্রামঃ মাইকপাড়া ‘পোস্ট: লোহাগড়া ,থানাঃ লোহাগড়া , জেলাঃ নড়াইল ।
৬। মনিরা( ১৯), পিতা: মহব্বত আলী গ্রামঃ নতুন চরদৌলত, পোস্ট: নতুন চরদৌলত থানাঃ কালকিনি জেলাঃ মাদারীপুর ।
৭। ফারহানা আক্তার ( ১৬) পিতাঃ আবুল কাশেম, গ্রামঃ কোলা পাটকাঠি, পোস্ট: কোলা পাটকাঠি, থানাঃ দিগুলিয়া, জেলাঃ খুলনা
৮।  মোসাম্মৎ নাজমা ( ৩৬) পিতাঃ আব্দুস সামাদ আলী গ্রামঃ ভাটিয়ালি, পোস্ট: দক্ষিণপাড়া থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা।
উপরোক্ত ব্যক্তিদের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, দালালদের প্রলোভনে পড়ে এরা পাসপোর্টবাদে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। এরপর ভারতের পুলিশের কাছে তারা আটক হয়ে বিভিন্ন শেল্টার হোমে ছিলেন আদালতের মাধ্যেমে। আজ তাদের হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। , রাইটস যশোর ৮ জনকে ও মহিলা আইনজীবি সমিতি গ্রহন করবে তাদের পরিবারের কাছে পৌছে দিতে।
এনজিও সংস্থা জাষ্টিস এন্ড কেয়ার এর এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত বলেন, এরা ভারতের পশ্চিবঙ্গ রাজ্যে পাচার হয়ে বিভিন্ন ঝুকিপুর্ন পেশায় জড়িয়ে পড়ে। এর পর সেদেশের পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যমে ভারতের হাওড়া, ২৪ পরগণা জেলা, নদীয়া, কুচবিহার, কলকাতার শেল্টার হোমে থাকে প্রায় ৬ মাস থেকে এক বছর। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালাচালির মাধ্যমে আজ তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে হয়ে দেশে ফিরেছেন। ফেরত আসাদের যশোর নিজ নিজ শেল্টারহোমে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর