ভালুকা হেল্পলাইনের উদ্যোগে এতিম শিশুদের সঙ্গে ইফতার
চৌদ্দয় রমজান প্রতি বছরের ন্যায়,এ বছরও এতিম শিশুদের সঙ্গে ইফতারের আয়োজন করেন ভালুকা হেল্পলাইন
শনিবার সন্ধ্যায় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া জামিয়াতুল ত্বাকওয়া এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতাও নির্বাহী পরিচালক ইমন তালুকদার সাগরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান, উপজেলা প্রেস ক্লাব ভালুকা সাধারন সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সদস্য শিপন মিয়া,ভালুকা হেল্পলাইনের সদস্য রাজিব হাসান, রাফি, সাংবাদিক আবু সাইদ সরকার, জাহিদুল ইসলাম খান, জহিরুল ইসলাম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সুধীজনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।