মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক- কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় -২২২৩-২৪ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়- দুইদিন ব্যাপি কৃষক- কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন –
বুধবার (২৭ সেপ্টেম্বর) উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের ঘোষগাঁতী কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণের সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
এ প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রশিক্ষক ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আসয়াদ বিন খলিল, মোঃ শাহাবুদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন।
উল্লাপাড়া উপজেলা মসলা মরিচ, পিঁয়াজ, রসূন, হলুদ, আদা, জিরা, ক্যাপ্সিকাম মসলা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে – উপজেলার ৬০ জন কৃষক -কৃষাণী প্রশিক্ষণ গ্রহন করে।