মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও বিজয় দিবস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের গৌরিআরবান বালিকা উচ্চবিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য জাতির বীরসন্তানদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্পশুনি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ গৌরি আরবান বালিকা উচ্চবিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও বিজয় দিবস সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য বীরসন্তানদের নিয়ে আলোচনা করেন, অনুষ্ঠানের মুখ্য আলোচক ও প্রধান অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনৈতিক, ক্রীড়াশীল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন রতু। তিনি তার বক্তব্যে বলেন, শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শে অনুপ্রাণিত করতে হবে। বঙ্গবন্ধুর উপর লেখা বইগুলো ভালো করে পড়াতে হবে। জাতীয় পতাকা, জাতীয় সংগীত সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের ও বিজয় দিবসের ইতিহাস ভালো করে শেখাতে হবে ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর করুণা রাণী সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ।
এ সময়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারি গণ, কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।