শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

যশোর শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন বাতিল হতে পারে 

রিপোর্টারের নাম : / ৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শতভাগ ফেল করা বিদ্যালয়গুলো বিরুদ্ধে কঠোর হচ্ছেন। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বোর্ড থেকে প্রথমে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে, কেন আপনার বিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করাসহ বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ তথ্য জানান বোর্ডে উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২২, ২০২৩ ও ২০২৫ সাল এই তিন বছর এসএসসি পরীক্ষা শতভাগ ফেলের তালিকায় রয়েছে নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাগেরহাটের মোরেলগঞ্জের নাহালখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ স্কুল দুটি থেকে একজন করে ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ফেল করেছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল করার তালিকায় থাকা দুটি বিদ্যালয় হচ্ছে মাঝিপাড়া মডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও কচুয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থী ফেলের কারণে বোর্ডে পাসের হার কমে যায়।

এ ব্যাপারে বোর্ডের বোর্ডে উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন জানান -শতভাগ ফেল করা বিদ্যালয় নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে। পরবর্তীতে আরেকবার আলোচনা করার পর বিদ্যালয়গুলো কারণ দর্শানো চিঠি দেয়া হবে। তাতে উল্লেখ করা হবে কেন আপনার বিদ্যালয়ের বিরুদ্ধে বিধি মোতাবেক স্বীকৃতি বাতিল করাসহ ব্যবস্থা নেয়া হবে না। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর