যুগ্ম-সচিব পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ’কে বিদায় সংবর্ধনা প্রদান
যুগ্ন-সচিব পদোন্নতি প্রাপ্ত সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে সিরাজগঞ্জ পৌরসভা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এসময়ে সিরাজগঞ্জ পৌরসভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ এ, কে ফরহাদ হোসাইন, নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র (১) নূরুল হক, রিয়াদ রহমান (২), প্যানেল মেয়র (৩) শিখা খাতুন, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ, বেল্লাল হোসেন, তাজ উদ্দিন , জুলফিকার হাসান, আরজু সেখ, সাইফুল ইসলাম, হাসানুল হক ফাহিম, শিপু আহমেদ, জয়নাল আবেদীন তারা, সংরক্ষিত নারী আসনের পৌর কাউন্সিলর, স্বপ্না হাবিব, রুমানা রেশমা, মিরা খাতুন তাহমিনা খাতুন মিনা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, স্যানিটারী ইন্সপেক্টর কাওসার আক্তার দেওয়ান, লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল হান্নান খান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যুগ্ম-সচিব পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর উপর স্মৃতিচারণ ও ভূয়সী প্রশংসা করে বক্তব্যে রাখেন বক্তাগণ এবং মহোদয়ের পরবর্তী কর্মময় জীবন ও পারিবারিক জীবনের মঙ্গল কামনা করা হয়।
এ সময়ে যুগ্ম-সচিব পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ – তিনি তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের অফুরন্ত ভালোবাসা, সন্মান, শ্রদ্ধা ও সকল কাজে সহযোগিতা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম নিয়ে সরকারের অর্পিত দায়িত্ব-কর্তব্য সততা, নিষ্ঠা, নিরপেক্ষতার সহিত পালনে সচেষ্ট ছিলাম। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।