শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম শিবরাম স্কুলের শিক্ষার্থী ইসরাত

রিপোর্টারের নাম : / ২৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের শিশু-কিশোর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফিয়া আক্তার ইসরাত।

রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার এশাল মাহাদিয়া এবং ৩য় স্থান অর্জন করে আশুরা সুলতানা।

১ সেপ্টেম্বর (সোমবার) রাতে জেলা কালেক্টরেট মাঠে বিজয়ী ইসরাতের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আঞ্জুমানারা শাপলাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকমন্ডলী ও ক্ষুদে শিক্ষার্থীরা।

এর আগে সোমবার বিকেলে শহরের কবি শেখ ফজলল করীম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা বলেন— “আমাদের শিক্ষার্থী আফিয়া আক্তার ইসরাত জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় আমরা গর্বিত। এ সাফল্য শুধু ইসরাত বা আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং লালমনিরহাটের জন্যও আনন্দের বিষয়। নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মূল্যবান পরামর্শ ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও আমাদের প্রতিষ্ঠান আরও বড় সাফল্য অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর