রাতে আঁধারে কম্বল নিয়ে ঘুমন্ত মানুষের কাছে এসপি
মো. আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা : রাতের আঁধারে ঠাকুরগাঁওয়ে জেলার রেলস্টেশনে থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
বৃহস্পতিবার মধ্যরাতে রোড রেলস্টেশন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
রেলস্টেশনে থাকা আম্বিয়া,আওয়াল,কায়সার বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যেত কিন্তু আজকে স্যার আমাদের একটা শীতবস্ত্র দিয়েছেন। আজ আমরা শান্তিতে ঘুমাতে পারব।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন,গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। সেজন্য রাতে পৌর শহরের রোড রেলস্টেশনে শীতার্ত মানুষের জন্য উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এসেছি। এই কার্যক্রম চলমান থাকবে। তবে আমি মনে করি সকলকের এভাবে এগিয়ে আসার দরকার।
শীতবস্ত্র বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ সহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।