বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎ঠাকুরগাঁওয়ে শুরু হচ্ছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বেড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু সলঙ্গায় একই দিনে পৃথকস্থানে দুই জনের আত্মহত্যা বেড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই উল্লাপাড়ায় বিএনপি নেতাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন বাল্যবিয়ের বলি স্কুল ছাত্রী আশামনি আইনি লড়াইয়ের নেই বিয়ের কাবিন! সলঙ্গায় ব্যবসায়ী পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগী নামে আদালতে মামলা শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার কুটির শিল্প মেলার আড়ালে চলতো জুয়া, মধ্য রাতে বন্ধ করে দিলো পুলিশ মে দিবসে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ৩ ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

রিপোর্টারের নাম : / ১০০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

আশরাফুল হক লালমনিরহাট সংবাদদাতা:

ভারতের চ্যাংড়াবান্ধায় ব্যবসায়ী নেতা মুলচাঁন বুচ্চার মৃত্যুতে তিন ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে।

রোববার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন উভয় দেশের ব্যবসায়ীরা। এর আগে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মৃত মুলচাঁন বুচ্চার মরদেহ দাহ করা হয়। মৃত ব্যবসায়ী নেতা মুলচাঁন বুচ্চা ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা। তিনি চ্যাংড়াবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় শনিবার (৮ এপ্রিল) পরলোক গমন করেন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুলচাঁন বুচ্চা। ওই দিন সন্ধ্যায় তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মুলচাঁন বুচ্চার আত্মার প্রতি সম্মান জানাতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং ট্রাক মালিক সমিতি যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে রোববার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখে। ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানি বন্ধ রাখায় কার্যত বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও তিন ঘণ্টা বন্ধ থাকে। দুপুর ১২টার পরে স্বাভাবিক হয় বন্দরের সব ধরনের কার্যক্রম।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ব্যবসায়ী সংগঠন থেকে তিন ঘণ্টা বন্ধ রাখার বিষয়টি আমাদের জানানো হয়। প্রায়ত ব্যবসায়ী নেতার প্রতি ব্যবসায়ীদের শ্রদ্ধাবোধ থেকে ভারতের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্ধারিত সময়ের পরে সচল হয়েছে বন্দরের সব কার্যক্রম।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মুরহাসান কবির বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর