লালমনিরহাটে আওয়ামীলীগ নেতার ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ

লালমনিরহাটের ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে আওয়ামিলীগ নেতার ঈদ উপহার হিসাবে অসহায় গরীব লোকদেরকে মাঝে নগদ অর্থ বিতরণ।
শনিবার (১৫ এপ্রিল) লালমনিরহাট পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাবুপাড়া দ্বিতল ব্লক, রিফুজি কলোনি, রামকৃষ্ণ মিশনরোড, ড্রাইভার পাড়া ও শশান কলোনির খেটে খাওয়া, অসহায়, গরীব, দিনমজুর ও সুবিধা বঞ্চিত ১ শত ২০ জন লোকদের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ ১ হাজার টাকা করে বিতরণ করেছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস এর সাবেক সফল সভাপতি এবং নিরাপদ বাজারের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সুমন খান।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম খান বকুল, সদর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা লুৎফর রহমান আওরঙ্গ সহ বিভিন্ন ওয়ার্ড রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন সুমন খান বলেন, প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার অসহায়,গরীব, দিনমজুর ও খেটে খাওয়া সুবিধা বঞ্চিত সাধারণ লোকদের মাঝে ঈদের আনন্দ-টাকে ভাগাভাগি করার জন্য এবং তাদের মাঝে একবেলা ভালো খাবার তুলে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তিনি আরও বলেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি গরীব-অসহায়দের মুখে হাসি ফিরে আসে আমি তাথেই ধন্য।