লালমনিরহাটে দীর্ঘদিন পালিয়েও শেষ রক্ষা হলনা পৃথিশ কুমার বর্মনের

লালমনিরহাটে ৫ টি মামলার সাজাপ্রাপ্ত আসামি ও ৬ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত মোট ১১ টি মামলায় দীর্ঘদিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে লালমনিরহাট পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এর সহযোগিতায় ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই শাহারুল ইসলাম এবং এএসআই আব্দুল হাকিম ফোর্সসহ ০৫ (পাঁচ) টি সাজা ওয়ারেন্টসহ ১১(এগার) টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী পৃথিশ কুমার বর্মনকে গ্রেফতার করেছেন।
পৃথিশ কুমার বর্মণ সদর উপজেলার রাজপুর এলাকার নীল মাধব বর্মনের ছেলে। বর্ণিত আসামি নিজ এলাকা থেকে দীর্ঘ ৩/৪ বছর যাবত পলাতক ছিলেন। লালমনিরহাট থানা পুলিশ বিস্বস্ত সোর্স নিয়োগ করে এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নির্ণয় করে নীলফামারী সদর থাকা এলাকা থেকে গ্রেফতার করেন।
পরে গ্রেফতার কৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।