বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎ঠাকুরগাঁওয়ে শুরু হচ্ছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বেড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু সলঙ্গায় একই দিনে পৃথকস্থানে দুই জনের আত্মহত্যা বেড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই উল্লাপাড়ায় বিএনপি নেতাদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন বাল্যবিয়ের বলি স্কুল ছাত্রী আশামনি আইনি লড়াইয়ের নেই বিয়ের কাবিন! সলঙ্গায় ব্যবসায়ী পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগী নামে আদালতে মামলা শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার কুটির শিল্প মেলার আড়ালে চলতো জুয়া, মধ্য রাতে বন্ধ করে দিলো পুলিশ মে দিবসে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান

লালমনিরহাটে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ / ১৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩০) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জাকিরুল ইসলাম মিষ্টার উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাত্র দুই শতক জমি নিয়ে কেরামত আলীর বড় ছেলে জহুরুল ইসলাম ও ছোট ছেলে জাকিরুল ইসলাম মিস্টারের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার (৭ এপ্রিল) সকালে সেই বিরোধপূর্ণ জমির পাশে থাকা একটা ছোট আম গাছ উঠানোর কারণে ছোট ভাই জাকিরুলের উপর ক্ষেপে যান বড় ভাই জহুরুল ইসলাম। এক পর্যায়ে বড় ভাই জহুরুল ও তার ছেলে মুকুল মিয়া লাঠি দিয়ে জাকিরুলের উপর হামলা চালায়। জাকিরুলের আত্মচিৎকারে তার বাবা বৃদ্ধ কেরামত আলী ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে বড় ছেলে ও নাতির লাঠির আঘাতে তিনিও আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত জাকিরুল ইসলাম মিস্টারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকালে জাকিরুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জাকিরুল ইসলামের শ্বাশুরি জরিনা বেগম বাদি হয়ে নিহতের ভাই ভাতিজা ভাবিসহ কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, জমি নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর