শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

লালমনিরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রিপোর্টারের নাম : / ২১০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে স্টেশন রোডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার কার্যালয় চত্বরে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজন এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ ফজলুল হক সরকার। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আব্দুস ছালাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে লালমনিরহাট জেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।

এরপর রক্তের গ্রুপ পরীক্ষা, বৃক্ষরোপণ, প্রতিবদ্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর