শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মা-মেয়েকে উত্যক্ত করায় মাইকিং করে দুই গ্রামে সংঘর্ষ ‎বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’, মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা! লালমনিরহাটে আ.লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার লালমনিরহাটে বিক্রি করা দেড় বছরের সন্তানকে ফেরত পেতে থানায় অভিযোগ মায়ের ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, বেনাপোল থেকে ফেরত গেল ৪ ট্রাক বিদ্যালয়ের খেলার মাঠে হাট বসানোর চেষ্টা বিএনপি নেতার, ইউএনও বরাবর অভিযোগ! গাজীপু‌রে প্রতারনা ও মিথ্যা মামলা দি‌য়ে হয়রানীর প্রতিবা‌দে ওয়ালটন কর্তৃপ‌ক্ষের বিরু‌দ্ধে মানববন্ধন বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি ১৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় বেনাপোল বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান সলঙ্গায় মৎস্য ব্যবসায়ী অপহরণের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

লালমনিরহাটে মাথা বিহীন নারীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ মার্চ, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (২৫/২৮) মাথা বিহীন লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার(৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্বশান এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় একজন শ্রমিক ভুট্টা ক্ষেতের আইলে মাথা বিহীন নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। মুহুর্তে হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও মাথা না থাকায় লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আশে পাশের ভুট্টা ও তামাক ক্ষেতসহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্লু উদ্ধার ও ঘাতক সনাক্ত করতে থানা পুলিশের সাথে গোয়েন্দা ও সিআইডি পুলিশও মাঠে কাজ করছে।

স্থানীয়রা জানান, নারীর পড়নে সবুজ রংয়ের সেলোয়ার, কালো রংয়ের বোরকা ও স্কার্ভ। পায়ে রাজিয়া সুজ (হিল) পাশে পড়ে রয়েছে। পুরুষের এক জোরা সেন্ডেল ও মানকি টুপি পড়ে রয়েছে লাশের পাশে। গলা পর্যন্ত ধারালো অস্ত্রে মাথা কেটে নিয়ে ঘাতকরা চলে যায় বলে ধারনা করছেন স্থানীয়রা।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, মাথা না থাকায় পরিচয় সনাক্ত করা কষ্টকর হচ্ছে। ধারনা করা হচ্ছে বুধবার ভোররাতে ঘাতকরা তাকে গলা কেটে হত্যা করে মাথা নিয়ে পালিয়েছে। মাথা খুঁজতে ও মৃত্যুের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর