শান্তনার কণ্ঠে ভালোবাসার স্পর্শ, প্রকাশিত হলো নতুন গান ‘আদর
নতুন বছরকে স্বাগত জানাতে রোমান্টিক গান দিয়ে যাত্রা শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্তনা আক্তার। এরই ধারাবাহিকতায় (২৪ জানুয়ারী) তার নতুন গান ‘আদর’ প্রকাশিত হয়েছে, যা ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করতে শুরু করেছে।
গানটির কথা লিখেছেন প্রতিভাবান গীতিকার মাসুম আহমেদ। সুর করেছেন সাদ সাহ, আর সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শাহরুখ। ফোক ধাঁচের এই গানটির জন্য দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন বিশাল আহমেদ। ভিডিওটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল টিউনস ওন-এ।
শান্তনা আক্তার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই গানটি আমার গাওয়া সব থেকে প্রিয় গানগুলোর মধ্যে একটি। ফোক গান সবসময়ই আমাকে আলাদা অনুপ্রেরণা দেয়। আমি আশা করি, এই গানটি সবার ভালো লাগবে এবং শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নেবে। গানটির সুর ও কথার পাশাপাশি ভিডিও নির্মাণেও একটা আলাদা সৌন্দর্য রয়েছে, যা দর্শকরা উপভোগ করবেন।
গানটির বিশেষত্ব” ‘আদর’ গানটি মূলত ফোক ঘরানার, যা বাংলা গানের ঐতিহ্যবাহী ধারা বজায় রেখেছে। গানের সুরে মাটি ও প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়, যা দর্শক ও শ্রোতাদের হৃদয়ে আলাদা আবেদন তৈরি করবে। সুরকার সাদ সাহ গানটিতে এমন সুরের মাধুর্য এনেছেন, যা বারবার শুনতে ইচ্ছে করবে।
গানের সংগীতায়োজক দীন ইসলাম শাহরুখ জানান, “গানটি নিয়ে আমরা শুরু থেকেই খুব আশাবাদী ছিলাম। এর মিউজিক ও সুর এমনভাবে তৈরি করা হয়েছে, যা শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দেবে।
গানটির ভিডিও নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পীর আবেগময় পরিবেশনা, যা গানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
গানটি প্রকাশের পরপরই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। ইউটিউব চ্যানেলের মন্তব্যে অনেকেই গানটির প্রশংসা করেছেন। তারা বলছেন, শান্তনার কণ্ঠের জাদু এবং গানের হৃদয়গ্রাহী সুর তাদের মুগ্ধ করেছে।
শ্রোতাদের মন জয় করার আশাবাদ ব্যক্ত করে শান্তনা আরো বলেন, “এই গানটি শুধু আমার নয়, পুরো টিমের জন্য একটা আবেগের বিষয়। আমি আশাবাদী, ‘আদর’ সবার হৃদয়ে জায়গা করে নেবে।